ট্রিপল এস মাস্টার্সের ক্রিকেট কমিটি গঠিত

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত মাস্টার্স ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেওয়া শহীদ শাহজাহান সংঘ(ট্রিপল এস মাস্টার্স ) দলের ক্রিকেট কমিটি গঠন করা হয়েছেন। সাবেক ক্রিকেটার এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আবদুল হাকিমকে করা হয়েছে কমিটির প্রধান উপদেষ্টা। পৃষ্টপোষক হিসেবে রাখা হয়েছে এ কে এম আবদুল হান্নান আকবর, মোঃ রাশেদ, সৈয়দ ফজলে আহমেদ বাদল, সিরাজুল হক খান এবং জি এম হাসানকে। কমিটির চেয়ারম্যান ফরিদ আহমেদ। ভাইস চেয়ারম্যান হলেন আবদুল হাই জাহাঙ্গীর, তৌফিকুল ইসলাম বাবু, মকসুদুর রহমান বুলবুল, মোঃ সোহেল হিরু, মনির হোসেন খোকা এবং অধ্যাপক সাহেদুল খবির চৌধুরী। সম্পাদক আবু শামা বিপ্লব। দলের ম্যানেজার হলেন শাহ পরান নিশান। কমিটির সদস্যরা হলেন কল্লোল দাশ, আরিফ আহমেদ চৌধুরী, আবদুল আহাদ রিপন, শাহ মাহফুজুর রহমান পল্লব, সাইফুদ্দিন মোঃ টিটু, নজরুল ইসলাম দিপু, ইরফান বাহার সুজন এবং ফারুখ হোসেন টিটু। দলেল কোচের দায়িত্ব পালণ করবেন আমনিুল হক।

পূর্ববর্তী নিবন্ধপাক-ভারত উত্তেজনায় অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ
পরবর্তী নিবন্ধসিসিপিএ ফিদে রেপিড ও ব্লীজ রেটিং দাবা টুর্নামেন্ট কাল শুরু