জীবন একটি ক্ষণস্থায়ী বরফখণ্ড সচেতন না হলে গলে যাবে

আইআইইউসির বিজনেস ফেস্টের সমাপনীতে ভিসি আজাদী

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

আইআইইউসির ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, জীবনকে তুলনা করা যায় এক টুকরো বরফের সঙ্গে। বরফ যেমন সময়ের সঙ্গেসঙ্গে গলে যায়, তেমনি আমাদের জীবনও সময়ের স্রোতে ক্ষয়প্রাপ্ত হয়। বরফের যেমন উপযুক্ত সময়ে ব্যবহার না করলে তা নষ্ট হয়ে যায়, তেমনি জীবনকেও যদি আমরা সচেতনভাবে কাজে না লাগাই, তাহলে সে জীবনও একসময় বৃথা হয়ে যাবে। তাই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে হবে যেখানে সৃষ্টিকর্তার স্মরণ থাকবে হৃদয়ে, এবং কাজের মধ্যে থাকবে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা। গতকাল বুধবার বিজনেস ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত আইআইইউসি বিজনেস ফেস্টের সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্যবসা প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত ট্রেজারার মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক আশিক মোহাম্মদ শাহাদাত হোসেন, চুয়েটের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, এভার কেয়ার হসপিটালের এইচ আর হেড ও ডিজিএম ইমরানুল হক প্রমুখ।বক্তারা বলেন, বর্তমানে দেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবর্তনের অন্যতম চালিকা শক্তি হচ্ছে নতুন প্রজন্মের উদ্যোক্তারা। এই তরুণ উদ্যোক্তারা শুধু নিজেদের ভাগ্যই বদলাচ্ছেন না, বরং কর্মসংস্থান সৃষ্টি করে সমাজ ও দেশের আর্থসামাজিক উন্নয়নে বিশাল ভূমিকা রাখছেন।

তাঁদের এই সাহসী উদ্যোগ, চিন্তাশক্তি ও উদ্ভাবনী দৃষ্টিভঙ্গিই প্রমাণ করছে যে, উন্নয়নশীল দেশ থেকেও বিশ্বমানের ব্যবসা গড়ে তোলা সম্ভব। বিশ্বব্যাপী ব্যবসায়িক পরিবেশ দিনদিন বদলে যাচ্ছে।

আধুনিক ব্যবসায়িক কৌশলগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো ডিজিটাল মার্কেটিং, কমার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মোবাইল প্রযুক্তি। এগুলোকে কাজে লাগিয়ে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো যেমন সফলতা অর্জন করছে, তেমনি বাংলাদেশের উদ্যোক্তারাও এখন এই কৌশলগুলো রপ্ত করে নতুন উচ্চতায় পৌঁছাতে শুরু করেছে। এখন আমাদের সময় এসেছে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য দরজা খুলে দেয়ার এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে সহায়তা করার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান
পরবর্তী নিবন্ধরোগীদের সুস্থতায় নার্সদের দক্ষতা গুরুত্বপূর্ণ