তরুণদের শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতেই তারুণ্যের সমাবেশ

উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় গোলাম আকবর

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:২৭ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেছেন, ভোটাধিকার প্রতিষ্ঠা, তরুণদের মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার মধ্য দিয়ে তরুণদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতেই তারুণ্যের সেমিনার ও সমাবেশ হবে। আগামী শনিবার অনুষ্ঠেয় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ সফল করতে উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি। গতকাল মঙ্গলবার নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় গোলাম আকবর খোন্দকার বলেন, তারুণ্যের সেমিনারে কর্মসংস্থান, বহুমাত্রিক শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার, কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে তারুণদের মতামতের বিচারবিশ্লেষণের ভিত্তিতেই আগামীতে পথ চলবে বিএনপি। তাই বিএনপির এ মহাসমাবেশ হচ্ছে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ। তিনি বলেন, তারুণ্যের এই মহাসমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে হবে। তিনি এ মহাসমাবেশকে ব্যাপক জনসমাগমের মাধ্যমে সাফল করতে যথাসময়ে চট্টগ্রাম উত্তর জেলার আওতাধীন ৭টি উপজেলা ও ৯টি পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদেরকে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাহউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, এডভোকেট আবু তাহের, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, শওকত আলী নূর, আনোয়ার হোসেন, ডা. রফিকুল আলম চৌধুরী, ইফতেখার উদ্দিন খান।

পূর্ববর্তী নিবন্ধসিভাসুতে কৌশলগত পরিকল্পনা প্রস্তুতি বিষয়ে কর্মশালা
পরবর্তী নিবন্ধকালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান