চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) চারটি অনুষদের কৌশলগত পরিকল্পনা প্রস্তুতি বিষয়ক দ্বিতীয় কর্মশালা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) একাডেমিক ভবন–১ এর ২য় তলাস্থ কনফারেন্স কক্ষে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। আইকিউএসির পরিচালক প্রফেসর ড. খ নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. কামাল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. আহাদুজ্জামান।
দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মাৎস্যবিজ্ঞান এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদীয় ফাইভ–ইয়ার স্ট্র্যাটেজিক প্ল্যানিং কমিটিসমূহের আহ্বায়ক, সদস্য ও বহি:সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও পরিচালক (অর্থ ও হিসাব) অংশগ্রহণ করেন।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থেকে কর্মশালার টেকনিক্যাল সেশন পরিচালনা করেন সিভাসুর ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ও ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ও পরিচালক (বহিরাঙন কার্যক্রম) প্রফেসর ড. একেএম সাইফুদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।