পদুয়া ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের অভিভাবক সমাবেশ কলেজ মিলনায়তনে গত ৫ মে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর। সংবর্ধিত অতিথি ছিলেন গভর্নিং বডির সদস্য মো. নাসির উদ্দিন আহমেদ, আশীষ কিরণ দাশ, অনুজ কুমার বড়ুয়া, দাতা প্রতিনিধি মো. নাসির উদ্দিন সেলিম, স্মৃতি কুমার চৌধুরী, মো. রাসেল হোসেন, প্রতিনিধি আহামুদুল হক, মো. আবুল কাশেম, বিকাশ চন্দ্র শীল, চিনু ছন্দা দে, মোহাম্মদ খাজা বাহা উদ্দিন, জাহাঙ্গীর আলম, চিকিৎসক প্রতিনিধি ডা. মুহাম্মদ তাহসিন নূর। বক্তব্য রাখেন শেখ মোহাম্মদ মোজাহের, বিকাশ নন্দী, মুহাম্মদ এমরানুল হক, তৌহিদুল ইসলাম চৌধুরী, মো. নুরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জনী দে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়া থানা যুবদল ও ছাত্রদলের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধবাকলিয়া থানা যুবদল ও ছাত্রদলের প্রস্তুতি সভা