বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরী বলেছেন, জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠা করতে চায়, যাতে আর কোনো দল বা সরকার জনগণের অধিকার নিয়ে খেলতে না পারে। এই লক্ষ্য আজ জনগণের আকাঙ্ক্ষায় রূপ নিয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় হালিশহরের জেপি কনভেনশন হলে চট্টগ্রাম–১০ (পাঁচলাইশ, খুলশী, পাহাড়তলী, হালিশহর ও ডবলমুরিং) আসনের থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মহানগরী নায়েবে আমীর নজরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।
শামসুজ্জামান হেলালী বলেন, ৮ নং শুলকবহর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে কাজ করেছি বলে জনগণের চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে। চসিকের নগর উন্নয়ন পরিকল্পনা স্ট্যান্ডিং কমিটির সভাপতির দায়িত্বে থাকায় এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা আমার নখদর্পণে। আরও বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফুর রহমান, ইসলামী ছাত্রশিবির মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম রনি, হালিশহর থানা আমীর ফখরে জাহান সবুজ, ডবলমুরিং থানা আমির ফারুকে আজম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, পাহাড়তলী থানা আমীর নুরুল আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।