দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় শামীম

জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৬:৫২ পূর্বাহ্ণ

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে বিএনপি কঠোর আন্দোলনে যাবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায় ও জনগণের মালিকানা ফিরে পেতে জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। তাই দেশের মানুষ আগে জাতীয় সংসদ নির্বাচন চায়, স্থানীয় সরকার নির্বাচন নয়। আশা করছি পূর্ব ঘোষণা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। অন্যথায় যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না।

আগামী ১০ মে নগরের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠেয় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের সমাবেশ’ সফল করার লক্ষ্যে গতকাল বুধবার অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কর্ণফুলী উপজেলার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন। দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, আগামী ১০ মে তারুণ্যের সমাবেশের ডাক দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। এ সমাবেশে বিএনপির সকল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে হবে। চট্টগ্রামের সকল জেলাউপজেলা থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দলে দলে সমাবেশে অংশ নিতে হবে। আমরা প্রমাণ করে দিতে চাই, বাংলাদেশের তরুণদের রাজনৈতিক অধিকার আদায়ে দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করে যাওয়া দেশনায়ক তারেক রহমানের পক্ষে বাংলাদেশের তরুণ সমাজ অবস্থান নিয়েছে।

ইদ্রিস মিয়া বলেন, বরাবরের ন্যায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এ তারুণ্যের সমাবেশে প্রত্যেক জেলা উপজেলা হতে সর্বোচ্চ জনসমাগম নিয়ে অংশগ্রহণ করে প্রমাণ করে দিব দক্ষিণ চট্টগ্রামের মাটি বিএনপির ঘাটি। লায়ন হেলাল উদ্দিন বলেন, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আন্দোলন বেগবান করা, তরুণ ভোটারদের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের নিয়ে সমাবেশের ডাক দিয়েছেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, আসহাব উদ্দিন চৌধুরী, জামাল হোসেন, মুজিবুর রহমান চেয়ারম্যান, রেজাউল করিম চৌধুরী নেছার চেয়ারম্যান, সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, আমিনুর রহমান চৌধুরী, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাস্টার মো. লোকমান, শওকত আলম চৌধুরী, এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, হাজী মো. রফিকুল আলম, মাস্টার মো. রফিক, রাজীব জাফর চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সরওয়ার হোসেন মাসুদ, জাহাঙ্গীর কবির, হাজী মো. ওসমান, জাগির আহমদ, আমিনুল ইসলাম, রেজাউল হক চৌধুরী রেজা, শহিদুল্লাহ চৌধুরী, জসিম উদ্দিন, গোলাম রসুল মোস্তাক, মো. আজগর, মহসিন চৌধুরী রানা, মনজুর আলম তালুকদার, ডা. মহসিন খান তরুণ, জমির উদ্দিন মানিক, মোজাম্মেল হক বেলাল, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ, ফৌজুল কবির ফজলু, মো. শাহীনুর শাহীন, মো. ইসমাইল, ইফতেখার হোসেন চৌধুরী ইফতু, খন্দকার হেলাল উদ্দিন, জাবেদ মেহেদী হাসান সুজন, মো. ইব্রাহিম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, মো. ফারুক হোসেন, সালেহ জহুর, দেলোয়ার আজিম, শাহাদাত হোসেন সুমন, দেলোয়ার হোসেন, মোজাম্মেল হক, জসিম উদ্দিন, মীর জাকির আহমেদ, আফরোজা বেগম জলি, নুর শাহেদ খান রিপন, ইসমাইল বিন মনির, তারেক রহমান, আনিছুর রহমান আনাছ ও মোফাচ্ছল হোসেন জুয়েল।

পূর্ববর্তী নিবন্ধহাসিনাকে আজ দুদকে তলব
পরবর্তী নিবন্ধসুফি মিজানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবি