অভিযানের তথ্য পাচারের অভিযোগে সেনাবাহিনীর হাতে আটক ৪

চন্দনাইশ প্রতিনিধি | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৬:৪৯ পূর্বাহ্ণ

চন্দনাইশ আর্মি ক্যাম্পের তথ্য পাচার ও নজরদারি করার অভিযোগে ৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। গত ৬ মে রাতে উপজেলার জোয়ারা ও কাঞ্চনাবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের উপর সার্বক্ষণিক নজরদারি এবং সেনাবাহিনীর গাড়ি বিভিন্ন অভিযানের কার্যক্রমের জন্য ক্যাম্প হতে বের হলে দ্রুত তথ্য পাচার হয়ে যায়। এএসইউ কর্তৃক গোপন খবরের ভিত্তিতে ক্যাপ্টেন আরেফ আসমার জয় (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল গত মঙ্গলবার রাতে উপজেলার জোয়ারা ও কাঞ্চনাবাদ ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় ৪ তথ্য পাচারকারীকে আটক করা হয়। আটককৃত তথ্য পাচারকারীরা হলো জোয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর জোয়ারা নগর পাড়ার মৃত ছালেহ আহমেদের ছেলে মো. আব্দুল গফুর (৬২), কাঞ্চনাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড উত্তর কাঞ্চননগর মো. আলীর ছেলে মো. ফয়জুর রহমান (৪৫), কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর এলাকার মৃত আফজাল আলীর ছেলে মো. জসিম (৩৬) ও কাঞ্চনাবাদ ইউনিয়নের কাঞ্চননগর এলাকার মৃত আহমেদ হোসেনের ছেলে মো. জাহেদুল ইসলাম (৩৬)

চন্দনাইশ ক্যাম্পের কর্মরত কমান্ডার আরেফ আসমার জয় জানান, তথ্য পাচারের ঘটনায় আটককৃতরা জিজ্ঞাসাবাদে তথ্য পাচারের অপরাধ স্বীকার করেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে গতকাল বুধবার চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়।

একইদিন রাতে উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকায় অবৈধ গ্যাস ক্রসফিলিং কারখানায় অভিযান চালিয়ে ৮০টি ভরা, ৫৮০টি খালি সিলিন্ডারের বোতল, অবৈধ কাজে ব্যবহৃত ১টি হাওয়া মেশিন এবং বিভিন্ন যন্ত্রপাতি জব্দ করা হয়। এছাড়া বরমা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বাংলা বাজার সংলগ্ন চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে জমির টপসয়েল কাটার সময় একটি স্কেভেটর জব্দ করা হয়। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতের ক্ষেপণাস্ত্র হামলা কড়া জবাব পাকিস্তানের
পরবর্তী নিবন্ধসীমান্তে সতর্ক থাকার নির্দেশ আইজিপির