হাসিনাকে আজ দুদকে তলব

| বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

দেশের তিন বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ‘৮১২ কোটি টাকা আত্মসাতের’ অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশনদুদক। শেখ হাসিনা বর্তমানে ভারতে রয়েছেন। সাবেক সরকারপ্রধানকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

একই দিন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হোসেনকেও তলব করেছে দুদক। গতকাল বুধবার দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের সই করা চিঠিটি শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে।

পরস্পর যোগসাজশে প্রতারণা, জালজালিয়াতি, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিগত পনের বছরে দেশের বিভিন্ন বিমান বন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুদক। সংস্থার একজন ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, দুদকের জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন।

এ বছর ২৭ জানুয়ারি তিন বিমানবন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৯ জনের বিরুদ্ধে আলাদা চারটি মামলা করে দুদক।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় শামীম