পরীক্ষায় ফেল করায় বাবার বকুনি, অভিমানে ছাত্রের আত্মহত্যা

আত্মহত্যার আগে নিজের সব বই পুড়িয়ে ফেলেছিল

| বুধবার , ৭ মে, ২০২৫ at ১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলীতে পরীক্ষায় ফেল করায় বাবার বকুনি খেয়ে অভিমান করে ফ্যানের রডের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে ৭ম শ্রেণিতে পড়ুয়া এক কিশোর। এ ঘটনার আগে বাবার কথামত সব বই পুড়িয়ে ফেলে ছেলেটি।

মঙ্গলবার (৬ মে) দুপুর আড়াইটার দিকে নগরের পাহাড়তলী থানাধীন নোয়াপাড়া চেয়ারম্যান কলোনির এসআর টাওয়ারে এ ঘটনা ঘটে। মৃত্যুর আগে ছেলেটি এই বিষয়ে আবেগ জড়িত ভাষায় একটি চিরকুট লিখে যায়৷ ঘটনার পর পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ। নিহত কিশোরের নাম মো. মুশফিক (১৪)। সে নেত্রকোনা জেলার মো. মাহবুবেব ছেলে। মুশফিকের পরিবার পাহাড়তলীর নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে। তবে সে কোন স্কুলে পড়ত তথ্যটি জানা যায়নি।

পরিবার সূত্রে জানা যায়, কোচিংয়ে নির্ধারিত মাসিক একটি পরীক্ষায় ১ বিষয় ফেল করে মুশফিক। এ নিয়ে বাবা মা বকাবকি করে তার সাথে। একপর্যায়ে মুশফিকের বাবা মাহবুব তার বই ছিড়ে ফেলতে বলে। এর কিছুক্ষণ পর সেদিন দুপুর আনুমানিক দুইটার দিকে একটি চিরকুট লিখে ফ্যানের রডের সাথে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করে। ঘটনার পর খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করে।

মুশফিকের বাবা মাহবুব জানান, কোচিং এর পরীক্ষায় এক বিষয় ফেল করায় পড়ালেখা নিয়ে বকাবকি করায় তার ছেলে আত্মহত্যা করেছে। ঘটনার আগে তার খুব মন খারাপ ছিল। ছেলের এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা।

এ বিষয়ে পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, নোয়াপাড়া এলাকায় আজ দুপুরে একটি ছেলে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সে কেন এই কাজ করেছে বিষয়টি তদন্তাধীন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে৷ রিপোর্ট আসার পরে বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে হাতির শাবককে মেরে মাটিতে পুতে ফেলার অভিযোগ
পরবর্তী নিবন্ধরাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন স্থগিত