তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হলে দেশ তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না

তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারের প্রস্তুতিসভায় নেতৃবৃন্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:১৩ পূর্বাহ্ণ

নগরে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠেয় ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে ‘তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার ও ‘তারুণ্যর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষ্যে পৃথক প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। গতকাল অনুষ্ঠিত এসব প্রস্তুতি সভায় বক্তারা দাবি করেছেন, তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ হবে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ।

নগর বিএনপি : নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এসময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তনের জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন। সেই পথ ধরেই তিনি তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে চান। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত হলে কেউ আর এই দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এম এ আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন ও সহসাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল, শিহাব উদ্দিন মোবিন ও শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল্লা বাহার।

নগর স্বেচ্ছাসেবক দল : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী বলেছেন, বিগত ১৬ বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য, হারানো গণতন্ত্রকে পুন:রুদ্ধারের জন্য একটি দৃশ্যমান ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াইসংগ্রাম করেছি। তিনি গতকাল বিকেলে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে অচট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলুর সভাপতিত্বে ও সদস্য সচিব ইঞ্জি. জমির উদ্দিন নাহিদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সেলিম রেজা, হারুন আল রশীদ, মাঈনুদ্দিন রাশেদ, এন আই চৌধুরী মাসুম, হারুন অর রশিদ।

যুবদল : নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। গতকাল বিকেল ৪টায় নগরের ১২নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের প্রস্তুতি সভায় এ কথা বলেন। মো. সাইফুল আলমের সভাপতিত্বে রাসেল খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, মিয়া মো. হারুন, সাবেক সহ সম্পাদক হোসেন উজ জামান, সাবেক সদস্য আজীজ চৌধুরী প্রমুখ।

নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড : জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও মুহাম্মদ শাহেদ বলেছেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তরুণদের রাজনৈতিকভাবে সচেতন ও দায়িত্ববান হিসেবে গড়ে তুলতে হবে। গতকাল বিকেল ৩ টায় পাঁচলাইশ থানা যুবদলের অর্ন্তভুক্ত ৪২ নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের উদ্যোগে তুলাতুলী মোড়ে অনুষ্ঠিত প্রস্ততি সভায় এসব কথা বলেন তিনি। ৪২নং নাসিরাবাদ সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ আলমের সভাপতিত্বে ও আবুল বশরের পরিচালনায় বক্তব্য রাখেন এস এম শাহ আলম রব, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জিল্লুর রহমান জুয়েল, নূর হোসেন উজ্জ্বল, মহিউদ্দিন মুকুল, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, ইব্রাহিম খান, শাবাব ইয়াজদানী, কলিম উল্লাহ, খলিলুর রহমান, মোহাম্মদ ফয়েজ।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে স্কুল শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধচিন্ময় দাসকে আরও চার মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ