চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে পড়ে মোহাম্মদ শাহজাহান (৫৪) নামে লোহাগাড়ার এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শাহজাহান উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বশরত আলী মুন্সি পাড়ার মৃত আবদুল লতিফের পুত্র ও দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামশুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, রোববার (৪ মে) ভাগিনাকে প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস এ ভর্তি সংক্রান্ত বিষয়ে লোহাগাড়া থেকে সিলেট যান শিক্ষক শাহজাহান। সেখানে প্রয়োজনীয় কাজ শেষে দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশন থেকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উঠার সময় পা ফসকে নিচে পড়ে যান। এতে ট্রেনে কাটা পড়ে শরীরের বিভিন্নস্থানে গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিক্ষক মোহাম্মদ শাহজাহানের মৃত্যু খবর স্থানীয়দের মাধ্যমে অবগত হয়েছি। তার মৃত্যুতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।