গাজীপুরে হাসনাত আবদুল্লাহ ও তাকে বহন করা গাড়িতে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর ষোলশহর থেকে মশাল মিছিল শুরু করে দুই নাম্বার গেটে এসে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুপ্তা বুশরা মিশমা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জুবাইরুল হাসান আরিফ, মুখ্য সংগঠক ইমন সৈয়দ, কেন্দ্রীয় সদস্য নিলা আফরোজ, কেন্দ্রীয় সদস্য জোবায়েরুল মানিক, শ্রমিক উইং কেন্দ্রীয় সদস্য ফারুক আহমেদ।
এ সময় বক্তারা বলেন, হাসনাত আবদুল্লাহর ওপরে এই যে টার্গেট করে যে হামলা হচ্ছে এইগুলো বাংলাদেশে নতুন কোন কিছু নয়। যারা টার্গেট করে হামলা করছে তাদের বলে দিতে চাই– আমরা জুলাই আন্দোলনের সময়েই ঘোষণা দিয়েছি যে, উই আর শহিদ। যারা নিজেদের শহিদ ঘোষণা দিয়েছে তাদের মারার কিছু নাই। তবে এই যে যারা টার্গেট করে করে হামলা করছে যারা মার্ডার করছে তাদেরকে কিন্তু ছাড় দেয়া যায় না। আমি পুলিশ ভাইদের বলতে চাই আপনারা শুধু মিটিং মিছিলে প্রটেকশন দিতে আসবেন না। আপনাদের আমাদের যখন প্রয়োজন ঠিক তখন আমাদের ওপর হামলা হয়। তখন আপনাদেরকে কল দিলে আমরা পাই না। আমাদেরকে এই হামলা দিয়ে দমানো সম্ভব না। দমানো যদি সম্ভব হতো আমরা স্লোগান দিতাম আসছে ফাগুন আমরা হবো দ্বিগুণ।
এ সময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জোবায়েরুল হাসান আরিফ বলেন, বাংলাদেশে আমরা একটি আমূল সংস্কার চাচ্ছি। এই আমূল সংস্কার যারা চাচ্ছে এর ভিতর আমাদের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ। এই হাসনাত আবদুল্লাহ এর ওপর হামলা হওয়া মানে, যে আমূল সংস্কার আমাদের প্রস্তাবনা ঐ আমূল সংস্কারের উপর হামলা হওয়া। প্রেস বিজ্ঞপ্তি।