জাতিকে আলোর সন্ধান দিতে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

দক্ষিণ জেলা জামায়াতের সমাবেশে আনোয়ারুল আলম

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, জাতিকে আলোর সন্ধান দিতে যুব সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসুলুল্লাহ সাঃ যুব সমাজকে কাজে লাগিয়ে ইসলামী সমাজ কায়েম করেছেন। টগবগে যুবক দেশের জন্য অস্ত্রের মুখে নিজের বুক পেতে দিতে সর্বদা প্রস্তুত থাকেন। তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখার জন্য কাজ করে যেতে হবে।

দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে যুব কমিটি গঠন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এড. মুহাম্মদ আবু নাছের। জেলা আমীর ২০২৫২৬ সেশনের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব কমিটি ঘোষণা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট থেকে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে নিখোঁজের পর উপকূল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার