আজ সারাদিন কাপ্তাই রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে

| মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৮:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সভায় শ্রমিকদের যোগদানের সুবিধার্থে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই রুটে বাস ও মিনিবাস চলাচল বন্ধ থাকবে। গতকাল সোমবার ইউনিয়নের সভাপতি মো. জসিম ও সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। বিবৃতিতে বণা হয়েছে, আজ সকাল ১০টায় চান্দগাঁও থানার মৌলভী পুকুর পাড়স্থ ভিক্টোরিয়া পার্ক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য সভাপতি মো. জসিম ও সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী দুঃখপ্রকাশ করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিশ্ছিদ্র প্রতিরক্ষা ও উচ্চ প্রযুক্তির নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান
পরবর্তী নিবন্ধবহদ্দারহাট থেকে অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেপ্তার