ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪–২৫ অর্থ বছরের আওতায় জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম এর আয়োজনে ও জেলা প্রশাসন চট্টগ্রামের সহযোগিতার অনুষ্ঠিত মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসুচী চট্টগ্রামে সম্পন্ন হয়েছে। পাশাপাশি অনূর্ধ্ব–১৪ শিক্ষার্থীদের এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন।
জেলা ক্রীড়া অফিসার চট্টগ্রাম আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শারিরীক শিক্ষা কলেজের অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসুচীর প্রশিক্ষক সোহেল সরওয়ার ও সাইফুল্লাহ মুনির, প্রভাষক শাশিক মো. মিরাজ উদ্দিন, লিডার্স স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. ফরহাদ আলম, হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক সৈয়দ ছেরাজুল মনির মুরাদ, আগ্রাবাদ সরকারি কলোনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষখ মোহাম্মদ মফিজুর রহমান, হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালশের শিক্ষক মোহাম্মদ নূর নবী খন্দকার, স্টারলিট গ্রামার স্কুলের শিক্ষক মো. নজরুল ইসলাম। চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক স্কুল ছাত্রী/ছাত্রী এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এখান থেকে বাচাইকৃত বিভিন্ন ইভেন্ট এ ৩০ জন ছাত্র/ছাত্রীদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হবে।