ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আগামী ১০ মে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক মহাসমাবেশ সফল করতে বান্দরবানে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রস্তুতি সভা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তনের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে তিনি দেশকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চান। তরুণদের অধিকার প্রতিষ্ঠিত হলে এই দেশকে আর কেউই তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরির সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা, মুজিবর রশিদ, মশিউর রহমান মিঠুন, লুসাই মং মারমা, জসিম উদ্দীন তুষার, রিটল বিশ্বাস, জহির উদ্দীন মাসুম, আলী হায়দার বাবলু,আবু বক্কর, শহীদুল ইসলাম প্রমুখ।
সভায় জেলার সাতটি উপজেলা এবং দুটি পৌরসভা শাখা কমিটির নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।প্রধান অতিথি আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি স্বনির্ভর ও গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্নের কেন্দ্রবিন্দুতে রয়েছে যুবসমাজ। তরুণরাই পারে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে নিতে। তাদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। বিএনপি ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আগামী ১০ মে মহাসমাবেশকে তরুণদের জনসমুদ্রে পরিণত করতে এরই মধ্যে নানা প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি।