হাটহাজারীতে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:৪৬ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভার শায়েস্তা খাঁ পাড়ায় সংঘটিত ডাকাতি মামলায় সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। তার নাম মো. নুর হোসেন প্রকাশ নুর মিয়া নুরাইয়া (৫২)। তিনি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মৃত জাফর আহাম্মদ প্রকাশ জাকির হোসেনের পুত্র। গতকাল সোমবার বিকেলে গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। এর আগে শনিবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে উপজেলার লালিয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ‘গাউছিয়া গ্রোসারি’ নামক প্রতিষ্ঠানে গত ২৬ এপ্রিল রাত আড়াইটার দিকে মুখে মাস্ক পরিহিত চার দৃর্বৃত্ত প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে প্রতিষ্ঠান মালিক রাসেদকে জিম্মি করে ক্যাশ বক্স থেকে টাকা ও মূল্যবান সামগ্রী লুটে নিচ্ছিলেন তারা। এ সময় ভিকটিমের ভাই সেনা সদস্য শহিদুল ইসলাম সায়েম (২৫) বাধা দিলে দৃর্বৃত্তদের গুলিতে তিনি আহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ সেনা সদস্যের পরিবার গত ২৭ এপ্রিল একটি মামলা দায়ের করে। ওই মামলার সন্দেহভাজন মো. নুর হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার সন্দেহভাজন পলাতক আসামি বলে স্বীকারোক্তি দেয়। পরে গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। হাটহাজারী থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামি নুর হোসেনকে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোনাদিয়ায় মিলল অজ্ঞাত যুবকের লাশ
পরবর্তী নিবন্ধশাপলা গণহত্যার বিচার দাবিতে চট্টগ্রামে শিবিরের মানবপ্রাচীর