সোনাদিয়ায় মিলল অজ্ঞাত যুবকের লাশ

মহেশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:৪৫ পূর্বাহ্ণ

মহেশখালীর সোনাদিয়া চর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার ভোররাত সাড়ে ৩টায় লাশটি উদ্ধার করে পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. কাইছার হমিদ। লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কোন পর্যটকের হতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার মাগরিবের আগে জোয়ারের তোড়ে সোনাদিয়ার পশ্চিম পাড়া এলাকার সৈকতে লাশটি ভেসে আসে। স্থানীয় জেলেরা লাশটি দেখতে পেয়ে গ্রামের লোকজনকে খবর দেন। পরে লোকজন গিয়ে একই চিত্র দেখেন। তারা বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানা পুলিশকে জানান। কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. শেখ কামাল জানান, রাত ৮টার দিকে খবর পাওয়ার পর ইউনিয়ন পরিষদের একটি টিম লাশটি দেখতে যায়। এটি একটি তরতাজা লাশ। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। ইউনিয়নের সোনাদিয়া ওয়ার্ডের মেম্বার একরাম মিয়া স্থানীয়দের বরাত দিয়ে জানান, আনুমানিক ২৭ থেকে ২৮ বছর বয়সী লাইফ জ্যাকেট পড়া মরদেহটির কানে হেডফোন ও পরনে হাফপ্যান্ট পরা আছে। তাদের কাছে পর্যটক বা বিশেষ কোনো ব্যক্তির লাশ মনে হওয়ায় তারা লাশের কাছে না গিয়ে ইউনিয়ন পরিষদ ও পুলিশকে খবর দেয়। তবে প্রথমে কেউ একজন লাইফ জ্যাকেটটি খুলে দেখেছে বলে ধারণা স্থানীয়দের। মহেশখালী থানার ওসি বলেন, সোনাদিয়ার একটি লাশ ভেসে আসার খবর পেয়ে পুলিশের একটি টিম রাত সাড়ে ৩টায় লাশটি উদ্ধার করে। তবে লাশটির পরিচয় পাওয়া যায়নি। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ডাকাতি মামলার সন্দেহভাজন আসামি গ্রেপ্তার