বারান্দায় রোদ্দুর
সাজানো বাগান
ফুটেছে ফুল কত সুবাস
মন কেড়ে নেওয়া
পরিপাটি সব কিছু
সবুজের মেলা, আহা
তারই মাঝে তুমি কত সুন্দর,
এভাবে চাই থাকো আমায় জুড়ে।
কী ভাবছো তুমি,এই কোন ফুল
স্নিগ্ধময় মায়াময়। সেতারের সুর
তার মাঝে চুলের ঝংকার।
তোমার আদার মাখা আহবান
অগোছালো এক প্রাণ
আগলিয়ে রেখো তোমার সুরভিতে।
আবার আসবো রোদ্দুর বারান্দায়
পাখির সুর ফুলের হাসি
এই নিয়ে আমাদের
ভালোবাসাবাসি।