এবং যখন মূসা স্বীয় সম্প্রদায়ের নিকট প্রত্যাবর্তন করলো রাগে পরিপূর্ণ ও ক্ষুদ্ধাবস্থায়, বললো, ‘তোমরা আমার পরে আমার কতই নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছো।
– আল–কুরআনের বঙ্গানুবাদ (৭:১৫০) সূরা আল–আ’রাফ।
রাগ করিও না, কেননা উহাই বিপদের সৃষ্টি করে।
– আল–হাদিস (ছগির)।
আনন্দের সঙ্গে খাও কিন্তু পরিমাপ করে খেও।
– ব্রিজ।