থানচিতে নিখোঁজের একদিন পর খিয়াং নারীর লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:১৭ পূর্বাহ্ণ

বান্দরবানের থানচিতে নিখোঁজের একদিন পর এক খিয়াং সমপ্রদায়ের নারীর লাশ পাওয়া গেছে। নিহতের নাম চিংমা খিয়াং (২৯)। গতকাল সোমবার বিকেলে থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের গহীন জঙ্গল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি তিন্দু ইউনিয়নের মংখ্যং পাড়া এলাকার বাসিন্দার সন খিয়াংয়ের স্ত্রী।

আইন শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, রোববার সকালে জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে যায় চিংমা খিয়াং। দুপুর পেরোনোর পরও বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজন থেকে খবর পেয়ে পাড়াবাসীরা মিলে পাহাড়ে খুঁজতে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে জঙ্গলে টেনে হিঁছড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পায় স্থানীয়রা। ওই পথ অনুসরণ করে গিয়ে তার মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন ও লাশটি রক্তাক্ত হওয়ায় তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, ঘটনাস্থলটি খুবই দুর্গম এলাকা। সেখানে কোন নেটওয়ার্ক নেই। ঘটনাটি শোনার পর তিনি পুলিশকে অবহিত করেন এবং ঘটনাস্থলে পুলিশ নিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় এক নারীর লাশ পাওয়া গেছে। শুনেছি একদিন আগে ঐ নারী জুমে যাবার সময়ে নিখোঁজ হন।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণ জেলা আ. লীগের প্রচার সম্পাদক নুরুল আবছার গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধকর্ণফুলীর ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি