সদরঘাটে পাইলিংয়ের মাটি খুঁড়তে গিয়ে মিলল বোমা সদৃশ বস্তু

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ মে, ২০২৫ at ৭:১০ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের সময় মাটির নিচ থেকে পরিত্যক্ত ৬টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। তবে এগুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয় তা পরীক্ষানিরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সোমবার দুপুর একটার দিকে পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনের নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের কাজ চলছিল। এ সময় মাটি খুঁড়তে গিয়ে বোমা সদৃশ ৬টি বস্তু দেখতে পান নির্মাণ শ্রমিকরা। স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।

সদরঘাট থানার ওসি আব্দুর রহিম বলেন, আমরা দুপুর একটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর নির্মাণাধীন ভবনের নিচে ৬টি বোমা সদৃশ বস্তু দেখতে পাই। এখনো আমরা বিস্তারিত কিছু জানতে পারিনি। আসলে এগুলো না জেনে বলা কঠিন। আমাদের বোম ডিস্পোজাল ইউনিট এখনো আসেনি। রাতে আসলে তখন জানা যাবে। আমাদের লোকজন ওই এলাকাটি ঘেরা করে রেখেছে। বোম ডিস্পোজাল ইউনিট আসার পর তারা পরীক্ষানিরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে ভবনের কাজে নিয়াজিত প্রকৌশলী কামরুজ্জামান রাত ১০টার দিকে আজাদীকে বলেন, আমরা পূর্ব মাদারবাড়ি রাবেয়া ওয়ার্কশপের পাশে এয়াকুব সাহেবের নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় দুপুরে মাটির নিচ থেকে ৬টি মর্টার শেলের মত বস্তু দেখতে পাই। এ সময় পুলিশকে জানালে পুলিশ এসে ওই এলাকা ঘেরাও করে রাখে। আমরা তখন থেকে কাজ বন্ধ রেখেছি। আমরা রাতে খবর নিয়েছি বোম ডিস্পোজাল ইউনিট তখনো আসেনি।

পূর্ববর্তী নিবন্ধভাইয়ার দিকে খেয়াল রেখো
পরবর্তী নিবন্ধখালেদা জিয়া ফিরছেন আজ