সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৫ মে, ২০২৫ at ৭:৫০ অপরাহ্ণ

সীতাকুণ্ড মুরাদপুর ইউনিয়নের সাগর উপকূল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম নির্মল দাস (৪৮)। রবিবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে কুমিরা নৌ পুলিশ লাশটি উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদপুর ৪ নন্বর ইউনিয়নের সাগরের বেড়িবাঁধ উপকূলের গুলিয়াখালী খালের উত্তরে এবং ভাটেরখীলের মাঝামাঝি স্থানের একটি বাগানে এক ব্যক্তির অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে কুমিরা নৌ পুলিশের ইনচার্জ
মোঃ ওয়ালী উদ্দীন আকবরের নেতৃত্বে নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।

এ বিষয়ে কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোঃ ওয়ালী উদ্দীন আকবর বলেন, নিহতের বড় ভাই পরিমল দাস গত ১ মে তারিখে তার ছোট ভাই নির্মল দাস নিখোঁজ রয়েছে বলে থানায় একটি ডায়েরি করেন।

এরপর রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এলাকাবাসী সূত্রে খবর পেয়ে গুলিয়াখালি ও ভাটেরখীলের মাঝামাঝি স্থান থেকে অনেক কষ্টে নিখোঁজ নির্মল দাসের অর্ধগলিত লাশ উদ্ধার করি। লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমক) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত নির্মল দাস সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ মন্দির বাড়ি এলাকার বরেন্দ্র দাসের ছেলে। তিনি বলেন, ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধশুধু যুবক- যুবতী নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য “ফিটনেস সাগা“
পরবর্তী নিবন্ধআনোয়ারায় ভাড়া বাসা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার