কিশোরগঞ্জ হাওরাঞ্চলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডিএসকে’র শিক্ষাবৃত্তির চেক বিতরণ

এম.এ. কিবরিয়া, কিশোরগঞ্জ থেকে: | সোমবার , ৫ মে, ২০২৫ at ৭:৪০ অপরাহ্ণ

কিশোরগঞ্জের মিঠামইনে ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে মোট পাঁচ লাখ ৪০ হাজার টাকা শিক্ষাবৃত্তি দিয়েছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

সোমবার (৫ মে) দুপুরে মিঠামইন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

বেসরকারি সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) কিশোরগঞ্জ-৩ অঞ্চলের উদ্যোগে অনুষ্ঠানে মিঠামইন উপজেলার এসএসসি এবং এইচএসসি পর্যায়ের মেধাবী ৩০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়।
এর মধ্যে এসএসসি পর্যায়ের ১৫ জনকে ১২ হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের ১৫জনকে ২৪ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

মিঠামইন উপজেলা নির্বাহী অফিসার খান মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. শহীদুজ্জামান ভূঞা।

এতে অন্যদের মধ্যে কিশোরগঞ্জ-৩ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তৌহিদুজ্জামান, ডিএসকে পিপিইপিপি-ইইউ প্রকল্পের (কমিউনিটি মোবিলাইজেশান) কারিগরি কর্মকর্তা মো. আমিনুল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় উপকারভোগী সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। সংস্থাটি ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি দেশব্যাপী মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজ বাস্তবায়ন করে আসছে।

এর ধারাবাহিকতায় সংস্থাটির উপকারভোগী সদস্যদের মেধাবী ছেলে মেয়েদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে এক নারী গুলিবিদ্ধ
পরবর্তী নিবন্ধশুধু যুবক- যুবতী নয়, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও বৃদ্ধ-বৃদ্ধাদের জন্য “ফিটনেস সাগা“