২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল রবিবার বিকেলে বায়েজিদের চন্দ্র নগর এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সহ–সভাপতি মো: মাইনুদ্দিন, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: আরিফ, স্বেচ্ছাসেবক দল নেতা মো: আলমগীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বায়েজিদ থানা বিএনপির সাবেক সভাপতি আবদুল আল হারুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বায়েজিদের চৌধুরী নগর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলা থেকে তাদেরকে অব্যবহিত দিতে হবে। বক্তারা আরো বলেন, গত ১৭ বছর ধরে যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে দমানোর জন্য এখন কিছু হাইব্রিডের আবির্ভাব হয়েছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস এম আবুল ফয়েজ। এছাড়া উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: বেলাল, থানা বিএনপির সাবেক সহ–সভাপতি মো: মামুন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: ফোরকান, সাবেক যুগ্ম সম্পাদক মো: আয়ুব আলী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম, ওয়ার্ড বিএনপির সাবেক সহ–সভাপতি মো: মাহবুব আলম, সাবেক যুগ্ম সম্পাদক মো: ইসমাইল, আবুল কালাম, মো. বেলাল ও প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।