আশিক বন্ধুর লেখা গান গাইলেন শাহনাজ বেলী

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

রঙ্গিলা পুতুল শিরোনামের নতুন একটি মেগা ধারাবাহিক নাটকের দ্বৈত টাইটেল গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী। সাথে দ্বৈত কন্ঠে গেয়েছেন সুমন কল্যাণ। গানটির কথা লিখেছেন গীতিকার আশিক বন্ধু। সুর সংগীত সুমন কল্যাণ।

গানটির রেকর্ডিং হয়েছে মগবাজারের একটা স্টুডিওতে। রেকর্ডিং শেষে সঙ্গীতশিল্পী শাহনাজ বেলীআশিক বন্ধু গানটি লিখে যখন সুরসহ পাঠালো, প্রথমবার শুনেই গানটির প্রেমে পড়েছি। সাথে সাথে গানটি খালি গলায় গেয়েছি। আজ রেকর্ডিংয়ে ফাইনাল কন্ঠ দিয়ে আনন্দিত আমি, একটা নতুন ধারাবাহিক নাটকের চমৎকার একটা গান দিয়ে আমার শ্রোতা দর্শকদের কাছে ফিরছি। দর্শকরা নাটকের গানটি শুনে বেশ বিনোদিত হবেন।

শামস করিমের পরিচালনায় মানস পালের রচনায় রঙ্গিলা পুতুল ধারাবাহিক নাটকের প্রচার অচিরেই শুরু হবে। এবং ঢাকার অদূরে একটানা শুটিং চলছে বিভিন্ন লোকেশন। তারই ধারাবাহিকতায় নাটকের টাইটেল গানটির রেকর্ড হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাস্তুলের’ গন্তব্য এবার স্পেন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৬.৩৯ কোটি টাকা