চট্টগ্রামে শুরু হয়েছে বাফুফে এএফসি ‘সি’ ডিপ্লোমা কোচ কোচিং কোর্স

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:১১ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বাফুফে এএফসি ‘সি’ ডিপ্লোমা কোচেস কোচিং কোর্স গত ৩ এপ্রিল শুক্রবার চট্টগ্রাম ষ্টেডিয়ামের কনফারেন্স হলে শুরু হয়েছে। বাফুফে এএফসি সি ডিপ্লোমা কোচ কোচিং কোর্স এর উদ্বোধন করেন অতিথি চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল ইসলাম। বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর তত্তাবধানে চট্টগ্রামের ২৫ জন কোচ এই ডিপ্লোমা কোচেস কোচিং কোর্সে অংশ নিচ্ছে। শনিবারের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য সরওয়ার আলম চৌধুরী মনি ও বাফুফে টেকনিক্যাল কোঅর্ডিনেটর মাহবুব আলম পলো।

পূর্ববর্তী নিবন্ধবোলিং এর কারণেই টি-টোয়েন্টি দলে নেই মিরাজ
পরবর্তী নিবন্ধমেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট শুরু