মাদ্রিদ ওপেনের শিরোপা আরিনা সাবালেঙ্কার

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

মাদ্রিদ ওপেনের শিরোপা জিতেছেন আরিনা সাবালেঙ্কা। রোমাঞ্চকর ফাইনালে শনিবার প্রথম সেট অনায়াসে জিতে নেন মেয়েদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর তারকা সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে ৩০ থেকে ৩৩ করে ফেলেন কোকো গাউফ। একসময়ে ৫এ এগিয়েও যান যুক্তরাষ্ট্রের তারকা। এরপর আর পেরে ওঠেননি তিনি। শেষ পর্যন্ত ৬, () গেমে জিতে আনন্দে মাতেন বেলারুশের তারকা সাবালেঙ্কা। চার গ্র্যান্ড স্ল্যামের বাইরে টেনিস ক্যালেন্ডারের সবচেয়ে বড় টুর্নামেন্টগুলোর একটি মাদ্রিদ ওপেনে ২৬ বছর বয়সী সাবালেঙ্কার এটা তৃতীয় শিরোপা। এখানে নারী এককে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডে চেক রিপাবলিকের পেত্রা কেভিতোভার পাশে বসলেন তিনি। ২০২৫ সালে প্রথম পাঁচ মাসের মধ্যে সাবালেঙ্কা আটটি টুর্নামেন্টে অংশ নিয়ে ছয়টিরই ফাইনালে খেললেন, তিনটিতে জিতলেন শিরোপা। এর আগে তিনি ট্রফি উঁচিয়ে ধরেন ব্রিজবেন ও মায়ামি ওপেনে। এছাড়া রানার্স আপ হন অস্ট্রেলিয়ান ওপেন, ইন্ডিয়ান ওয়েলস ও স্টুটগার্টে। ২০১৩ সালে সেরেনা উইলিয়ামসের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে একই বছরে মায়ামি ও মাদ্রিদ ওপেন জয়ের কীর্তি গড়লেন সাবালেঙ্কা। মাদ্রিদ ওপেনে এর আগে ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছিলেন সাবালেঙ্কা।

পূর্ববর্তী নিবন্ধউপজেলা ফুটবল লিগে হাটহাজারী একাডেমির জয়
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে নুরুল হাসান সোহান