উপজেলা ফুটবল লিগে হাটহাজারী একাডেমির জয়

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত উপজেলা ফুটবল লীগে হাটহাজারী ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩১ গোলে ফতেয়াবাদের আলিফ ফুটবল একাদশকে পরাজিত করে। হাটহাজারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলাটি নির্ধারিত সময়ে ১১ গোলে ড্র ছিল। খেলার শুরুতেই তিন মিনিটের সময় হাটহাজারী ফুটবল একাডেমির সোহান গোল করে দলকে এগিয়ে নিয়ে নেয়। এক গোলে পিছিয়ে পড়ে আলিফ ফুটবল একাদশ বেশ কয়েকটি জোরালো আক্রমণ করলেও প্রথমার্ধে গোল করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফতেয়াবাদের দলটি খেলার সমতা আনে। ৫১ মিনিটের সময় আলিফের মহিনের দূর্দান্ত শটে গোলটি করেন। টাইব্রেকার আলিফ ফুটবল একাডেমির প্রথম দুইটি শট হাটহাজারী ফুটবল একাডেমির গোলরক্ষক শাকিব ঠেকিয়ে দেয়। আলিফের পক্ষে একমাত্র গোলটি করেন মারুফ। অন্যদিকে হাটহাজারী ফুটবল একাডেমির মাহি, সোহান এবং রিফাত গোল করতে সমর্থ হয়। হাটহাজারী ফুটবল একাডেমির গোলরক্ষক সাকিবকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নিয়াজ মোরশেদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আছলাম মোরশেদ, মুজিবুল আলম চৌধুরী, আব্দুল মন্নান দৌলত,সামিন রহমান,যুব উন্নয়ন অফিসের সহকারী মো. শরিফুল আলম প্রমুখ। আজ সোমবার ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজকল্যাণ সমিতি এবং কাটিরহাট আরজি ফুটবল একাডেমি পরষ্পরের মোকাবেলা করবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড ‘এ’ দল
পরবর্তী নিবন্ধমাদ্রিদ ওপেনের শিরোপা আরিনা সাবালেঙ্কার