রাঙামাটিতে ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু

রাঙামাটি প্রতিনিধি | সোমবার , ৫ মে, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

পৌরবাসীর কাছ থেকে পৌরকর আদায় ও কর সংক্রান্ত তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে ৫ দিনব্যাপী পৌরকর মেলা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। উদ্বোধনের আগে একটি শোভাযাত্রা পৌর মার্কেট থেকে শুরু হয়ে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পৌরকর মেলার পাশাপাশি স্থানীয় পৌরবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেরও আয়োজন করা হয়। এতে সুবিধাবঞ্চিত নাগরিকদের চিকিৎসাসেবার পাশাপাশি পরামর্শও প্রদান করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পৌর কর মেলার স্টলে এসে রশিদ সংগ্রহ করে পৌরকর প্রদান করতে পারবেন সকলে। মেলায় কর পরিশোধ করলে পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়।

উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভার প্রশাসক মোবারক হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেনরাঙামাটি পৌরসভার মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন খন্দকার, পৌরসভা নগর সমন্বয় কমিটির সদস্য আবু সাদাৎ মো. সায়েম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ৪ মে রোববার থেকে শুরু হওয়া পৌরকর মেলা শেষ হবে আগামী ৮ মে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই মেলা।

পূর্ববর্তী নিবন্ধহালদা থেকে ৫ কেজি ওজনের মরা কাতলা মাছ উদ্ধার
পরবর্তী নিবন্ধনিউজিল্যান্ডের বিপক্ষে চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা