পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির অভিষেক

পটিয়া প্রতিনিধি | সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম বলেছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যানের আওতায় রয়েছে পটিয়া। পটিয়া একটি ঐতিহ্যবাহী স্থান। সিডিএর লোকবল ও কার্যক্রমের সীমাবদ্ধতার কারণে পটিয়ায় কার্যক্রম বিস্তৃত হয়নি। এক্ষেত্রে পৌরসভা সিডিএর অনেক কার্যক্রম সম্পন্ন করছে। আগামীতে হয়তো পটিয়াকে পুরোপুরি সিডিএর আওতায় আনা হবে। ব্যবসা বাণিজ্য অর্থনীতি শিল্প সাহিত্যে এগিয়ে রয়েছে এই পটিয়া। পটিয়া হচ্ছে চট্টগ্রামের বাতিঘর।

গত শনিবার সন্ধ্যায় পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ব্যবসা হচ্ছে হালাল, ভেজাল পণ্য বিক্রি করলে ব্যবসায়ীরা আস্থা হারায়। পটিয়ার অধিকাংশ লোকজন ব্যবসায়ী। তাদের এ ব্যবসা বাণিজ্য দেশের বিভিন্ন স্থানে প্রভাব ফেলছে। ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে পণ্যমূল্য স্বাভাবিক রেখে জনগণের কাতারে এসে দাঁড়াতে পারে। হালাল ব্যবসার মাধ্যমে ব্যবসায়ীদের ঐতিহ্য ধরে রাখার জন্য তিনি আহ্বান জানান।

পটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির সভাপতি ও সিডিএর বোর্ড মেম্বার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন সোহেলের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ও সিডিএ মেম্বার প্রকৌশলী মানজারে খোরশেদ আলম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি বদরুল খায়ের চৌধুরী, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের এপিপি এডভোকেট ফরিদ উদ্দীন বেলাল, পটিয়া বণিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন। বক্তব্য রাখেন পরিবেশক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি মো. আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া অটো রিকশা চালক শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধজেলা রোভার স্কাউটসের কোর্স ফর রোভার মেট সম্পন্ন