রাঙ্গুনিয়া অটো রিকশা চালক শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ এবং কার্যালয় উদ্বোধন গত ১ মে অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি গোচরা বাজার থেকে শুরু করে কাপ্তাই সড়কের শান্তিরহাট এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার আবুল বশর। প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজিম আলী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নবনির্বাচিত সভাপতি মো. নুরুল আবছার। সাধারণ সম্পাদক রহুল আমিন রনির সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক আবদুল করিম চৌধুরী, উপজেলা যুবদলের আহবায়ক মো. সেকান্দর সওদাগর, মাকসুদুল হক চৌধুরী মাসুদ প্রমুখ। নবনির্বাচিত নেতৃবৃন্দদের শপথ বাক্য পাঠ শেষে ২৪১৪ কার্যালয় উদ্বোধন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে ঘাস চাষিদের প্রণোদনা দিল প্রাণিসম্পদ দপ্তর
পরবর্তী নিবন্ধপটিয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির অভিষেক