ফটিকছড়ি ঝংকার থেকে মাইজভাণ্ডার শরীফ সড়ক প্রসঙ্গে

| সোমবার , ৫ মে, ২০২৫ at ১০:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি ঝংকার মোড় থেকে মাইজভাণ্ডার দরবার শরীফ যাওয়ার একমাত্র সড়কটি প্রশস্ত না হওয়ায় বিভিন্ন সময়ে এবং মাইজভাণ্ডার ওরসগুলোতে গাড়ির যানজট সৃষ্টি হয়। প্রতি মাসেপ্রতি বছরে মাইজভাণ্ডার দরবার শরীফে লক্ষলক্ষ আশেকভক্তদের মিলনমেলা হয়। যে মহান অলীয়ে কামেলেরকামালিয়াতের বদৌলতে বাংলাদেশ তথা সমগ্র বিশ্বে আজ সাধারণ একটি গ্রাম ‘মাইজভাণ্ডার দরবার শরীফ’ নামে আধ্যাত্ব মিলন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে সেই মহান সত্তা ‘খাতেমুল অলদ, গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্যাহ (কঃ)। তিনি ও তাঁর বংশ পরম্পরায় ইসলামের শাশ্বত ঔজ্বল্যে মানবের মাঝে মানবতার জাগরণে তাঁর অনুকরণীয় পন্থাগুলো যেমন সর্বজন স্বীকৃত তেমনি জাতিধর্মবর্ণ নির্বিশেষে এই দরবারেপাক সবার জন্য উন্মুক্ত। তাই, প্রতি দিবসেপ্রতিদিন দেশবিদেশের হাজার হাজার মানুষ অনাবিল এক শান্তির অন্বেষণে ছুটে যাচ্ছে এই আধ্যাত্ব কেন্দ্রে।

সুতরাং, জনগুরুত্ব বিবেচনায় বর্তমান প্রেক্ষাপটে উক্ত সড়কটি আধুনিকায়নপ্রশস্থচারলাইন বিশিষ্ট করতে দ্রুত ব্যবস্থা গ্রহণে যথাযথ কর্তৃপক্ষের সুনজর কামনা করছি।

এম. আবু ছৈয়দ চৌধুরী

পোর্ট কানেকটিং রোড, নিমতলা, বন্দর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধমনোরঞ্জন সেন : বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী
পরবর্তী নিবন্ধচলো প্রাণের উচ্ছ্বাসে