রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাশকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হয়েছে। গতকাল চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করা হয়। আজ সোমবার সকালে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে। আলিফ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নগর পুলিশের উপকমিশনার (কোতোয়ালী জোন) মাহফুজুর রহমান দৈনিক আজাদীকে বলেন, আমরা একটি আবেদন করেছি। তবে বিস্তারিত এখন বলা যাচ্ছে না। আদালতের একটি সূত্র জানিয়েছে, চিন্ময়কে আলিফ খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হয়েছে। সোমবার (আজকে) সকাল ৯ টায় এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।
গত ৩০ এপ্রিল চিন্ময় দাশকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের উপর গতকাল চেম্বার আদালতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা পিছিয়ে যায় এবং আজ সোমবার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাশকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় গ্রেপ্তার দেখানোর দাবি জানিয়ে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা চিন্ময় দাশের জামিন বাতিল করে ফাঁসির দাবিও জানান। এর জেরে আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
শিক্ষার্থীরা যখন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে নানা স্লোগান দিচ্ছিল, তখন খবর আসে চিন্ময় দাশের জামিন বিষয়ে শুনানি পিছিয়ে গেছে। এ খবর পাওয়ার পর শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণ ছেড়ে যায়।
প্রসঙ্গত, নগরীর নিউমার্কেট মোড়ে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে কোতোয়ালী থানায় দায়ের হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় গত বছরের ২৫ নভেম্বর ঢাকা থেকে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশকে গ্রেপ্তার করা হয়।