ফটিকছড়ির গ্যাস আমাদের মধ্যে সমমান বন্টন করতে হবে

শ্রমিক-জনতার সমাবেশে সরোয়ার আলমগীর

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ৪ মে, ২০২৫ at ৭:০৩ পূর্বাহ্ণ

উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ভোটের মাধ্যমে জনগণের সরকার গঠিত হলে দেশের স্বাধীনতাসার্বভৌমত্ব সুসংহত থাকবে। তাই তৃনমূল থেকে অচিরেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি। তিনি বলেন, শ্রমিকদের কষ্ট আমি বুঝি। অতীতে শ্রমিকদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব। তিনি ফটিকছড়িতে উৎপাদিত গ্যাস, রাবার ও চা বৃহত্তর ফটিকছড়িতে সমমান বন্টনের দাবি জানান। যদি অচিরেই এ বন্টন না হয় তাহলে দাবি আদায়ে এসব বাগানের শ্রমিকদের নিয়ে মাঠে আন্দোলন করব। তিনি গতকাল শনিবার শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি মো. হানজালার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক দৌলত মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, বদিউল আলম তালুকদার, মহিন আজম তালুকদার, তাহের সিদ্দিকী, মহিবুল্লাহ বাহার, নুরুল ইসলাম মেম্বার, আবু আহম্মদ মেম্বার, নাছির উদ্দীন, খালেদ বাবুল, মো. শাহরিয়া, আবুল কালাম, মো. ফরহাদ, আহমদ রশিদ চৌধুরী, আমান উল্লাহ, শহিদুল ইসলাম, মো. এরশাদ, একরামুল হক, শামীম আলমগীর রুবেল, মোজাহারুল ইকবাল লাভলু, এম এ মাহফুজ, আবু বক্কর মউন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএপেক্স ক্লাব অব বান্দরবানের শিক্ষা উপকরণ ও স্কুল ড্রেস বিতরণ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম ও পার্বত্য জেলা সমূহের জেএসডির প্রতিনিধি সভা