সাইফুদ্দিন উদ্দিন কাদের চৌধুরী একজন বড় মনের মানুষ ছিলেন

স্মরণসভায় বক্তাদের অভিমত

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৭:০১ পূর্বাহ্ণ

সাইফুদ্দিন কাদের চৌধুরীর দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক এস এম জামাল উদ্দিন। স্মরণ সভা পরিচালনা করেন সাংবাদিক মোহাম্মদ খোরশেদ আলম। এতে প্রধান অতিথি সার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জোবেদা মনওয়ার বলেন, পাকিস্তান না হলে বাংলাদেশ হত না, আজ বাংলাদেশ স্বাধীন। এই দেশ আর কখনো পাকিস্তান হবে না। ইতিহাসের উপর ভিত্তি করে বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, সাইফুদ্দিন উদ্দিন কাদের চৌধুরী একজন বড় মনের মানুষ ছিলেন। তিনি দান করতে কখনো চিন্তা করেন নাই, সাইফুদ্দিন কাদের চৌধুরী সমাজ পরিবর্তনের এক নিরব কারিগর ছিলেন। তিনি বহু শিক্ষা প্রতিষ্ঠানে, মসজিদ মাদ্রাসায় ও গরিব দুঃখী মানুষের মাঝে অকাতরে দান করতেন কখনো প্রকাশ করতেন। বিশেষ অতিথি বিশ্ব প্রেস কাউন্সিল নির্বাহী কমিটির সাবেক সদস্য ও চট্টগ্রাম প্রেস ক্লাবের শৃঙ্খলা ও ব্যবস্থাপনা উপ কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মঈনুদ্দিন কাদের শওকত বলেন, সকল দল ও মতের মানুষের কাছে ছিলেন সাইফুদ্দিন কাদের চৌধুরী ছিলেন একজন গ্রহণযোগ্য ব্যক্তি। প্রধান আলোচক এডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, সাইফুদ্দিন কাদের চৌধুরী ছিলেন উদার মনের ব্যক্তি। আলোচক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ফোরাম আহবায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া, জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল, রাজনীতিবিদ আনিসুজ্জামান সোহেল, মাহামুদুর হাসান রুমি, বৌদ্ধ ফোরাম যুগ্ম আহবায়ক জিতেন্দ্র বডুয়া, আইন সহায়তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ রফিকুল ইসলাম, লিটন মহাজন, ছোটন আজম, সাংবাদিক সারোয়ার মঞ্জু, তৌহিদুল ইসলাম, শামসুল আলম লেদু, মোহাম্মদ জসীমউদ্দীন, ফরিদ উদ্দিন, মোহাম্মদ মানিক, তাজিম উদ্দিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের সেমিনার
পরবর্তী নিবন্ধদীপশিখার আয়োজনে খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন