প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ সেমিনারের আয়োজন করে। গত ৩০ এপ্রিল অ্যাপারেল মারচেন্ডাইজিং, ফ্যাশন ব্র্যান্ডিং, মুড বোর্ড এবং ফ্যাশন ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ অ্যান্ড অ্যাবরোড প্রভৃতি বিষয়ে আয়োজিত এই সেমিনারে কিনোট স্পিকার ছিলেন শেখ সাজেদুর রহমান, ব্র্যান্ড স্পেশালিস্ট, চার্চ’স (শো উইং অব প্রাডা)।
বিভাগের চেয়ারম্যান সঞ্জয় কুমার দাশের সভাপতিত্বে সেমিনারে শেখ সাজেদুর রহমান ফ্যাশন ব্র্যান্ডগুলো ব্র্যান্ডিং–এর মাধ্যমে তাদের প্রোডাক্টগুলো কীভাবে মার্কেটে আনয়ন করে, সেক্ষেত্রে মার্কেটিং–এর ভূমিকা কী হয়, বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো কীভাবে এর যোগসূত্র স্থাপন করে, সেসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা রহমান, প্রভাষক এস এম তৌসিফ ও অতিথি শিক্ষক আরিফুল ইসলাম। শিক্ষার্থী আফরোজা রহমান মাইশার সঞ্চালনায় সেমিনারে বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।