সাউদার্ন ইউনিভার্সিটির ক্রিকেট ফেস্ট সম্পন্ন

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৪৪ পূর্বাহ্ণ

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর স্পোর্টস ডিপার্টমেন্ট আয়োজিত ক্রিকেট ফেস্টে ছেলেদের বিভাগে কম্পিউটার সাইয়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গত বুধবার ভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তারা শক্তিশালী সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে হারিয়ে শিরোপা অর্জন করে। খেলা শেষে চ্যান্সেলর ড. শরীফ আশরাফুজ্জামান বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। ক্রীড়া বিভাগের সহকারি পরিচালক সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে রেজিস্ট্রার আ ফ ম মোদাস্‌সের আলী, ডেপুটি রেজিস্ট্রার হেলাল নূর, ডেপুটি ডাইরেক্টর (পি আর) সাইদুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন। এর আগে মেয়েদের বিভাগে ইংলিশ ডিপার্টমেন্ট শক্তিশালী ব্যবসায় প্রশাসন বিভাগকে হারিয়ে শিরোপা ঘরে তোলে।

পূর্ববর্তী নিবন্ধবাটলারের ডাক পাচ্ছেন পাঁচ নারী ফুটবলার
পরবর্তী নিবন্ধহাটহাজারী উপজেলা ফুটবল লিগে মির্জাপুর মিতালীর জয়