মেয়র কাপ অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্ট আজ শুরু

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

ইকুইটি মেয়র কাপ অনূর্ধ্ব১৪ ক্রিকেট টুর্নামেন্ট আজ ৪ মে রবিবার সকাল সাড়ে ৯ টায় নগরীর বাকলিয়াস্থ চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে শুরু হচ্ছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের আয়োজনে ও ইকুইটি’র পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, ইকুইটির ডেপুটি ম্যানজিং ডিরেক্টর কাজী আকিব আহমেদ, এ্যাসিস্টেন্ট ম্যানেজার মোহাম্মদ সাজ্জাদ হোসেন ও টিম লিডার (সেইলস) মো. সাইফুদ্দীন সায়েফ। চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের সাধারণ সম্পাদক মো. আলী আকবর উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়ামোদী সহ সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভারত সিরিজ নিয়ে বিসিবি সভাপতি যা বললেন
পরবর্তী নিবন্ধখেলোয়াড় থাকা অবস্থায় সাকিবকে রাজনীতিতে না জড়ানোর পরামর্শ দিয়েছিলেন মেজর হাফিজ