আইসিসি নারী টি–টোয়েন্টি দলের বার্ষিক র্যাংকিং আপডেট প্রকাশ করা হয়েছে। যেখানে বড় উত্থান ঘটেছে থাইল্যান্ড ও আয়ারল্যান্ডের, আর বাংলাদেশ পিছিয়ে পড়েছে একধাপ। বাংলাদেশকে পেছনে ফেলে আয়ারল্যান্ড উঠে এসেছে নবম স্থানে। আইসিসির আপডেট অনুযায়ী, দুই দলের রেটিং পয়েন্টের পার্থক্য খুব বেশি না হলেও আয়ারল্যান্ড সামান্য ব্যবধানে এগিয়ে থেকে স্থান দখল করে নেয়। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ২২০। আইসিসির এই আপডেটে ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাচগুলোর ওপর ৫০ শতাংশ ও এর পরের ম্যাচগুলোর ওপর ১০০ শতাংশ হিসাব করা হয়েছে। এই সময়কালে বাংলাদেশ নারী দলের পারফরম্যান্স ছিল কিছুটা ওঠানামার মধ্যে, যার প্রভাব সরাসরি র্যাংকিংয়ে পড়েছে। ওয়ানডেতেও বাংলাদেশ ৭ থেকে ৮–এ নেমে গেছে।