সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে গতকাল শনিবার এক অসহায় ও হতদরিদ্র মেয়ের বিয়ের জন্য আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। প্রয়াসের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সার্বিক পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোমিনুল হক।
সংগঠনের সভাপতি মো. কিবরিয়া হোসাইন বাপপীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট লায়ন এ এম কামাল উদ্দিন চৌধুরী, সফল নারী উদ্যোক্তা রোকসানা আক্তার চৌধুরী (রুহি মোস্তাফা), রোটারিয়ান জাহেদা আক্তার মিতা, প্রয়াসের নব নির্বাচিত উপদেষ্টা মো. মোহছেন আলী মহসিন, প্রয়াস পরিচালক মহসীন উল কাদের, রোটারিয়ান তাসনুভা হায়দার নোভা, আহমেদ রফিক ইমতিয়াজ, মো. আবদুল মাবুদ সুমন, সুভাষ সরকার, জাহেদুল ইসলাম জনি, মো. ওমর ফারুক খান আসিফ, মো. শাহজাহান, আমিনুল ইসলাম, সুলতান মাহমুদ রাজীব, মিনহাজুল হক মিনার, নুসরাত জাহান, সোহরাবুল আলম সৌরভ, জামাল হোসেন জনি, আবু শাহাদাত মো. সায়েম, মো. সাকিবুর রহমান, মোরশেদ আলম, মিসবাউল আলম সামি, ওয়াজিহা রুহানা চৌধুরী, হাসান ইহলান চৌধুরী,মো. সাইফুল।
প্রধান অতিথি বলেন সমাজের সুবিধাবঞ্চিত ও কমভাগ্যবান মানুষের আস্থার ঠিকানা প্রয়াস। আয়োজন কমিটির চেয়ারম্যান মো. মোহছেন আলী মানবিক কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় প্রয়াস পরিবারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।প্রেস বিজ্ঞপ্তি।