টিইউসি : বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশ থেকে অবিলম্বে জাতীয় ন্যুনতম মজুরী ২৫ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়েছে। গত ১ মে নতুন রেলস্টেশন চত্ত্বরে টিইউসি জেলা কার্যকরী সভাপতি মৃণাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার আমলের চেয়েও শ্রমিকদের জীবনমান নীচে চলে গেছে। সরকারের গুলিতে শ্রমিক মারা গেছে। গণ অভ্যুত্থানে অসংখ্য শ্রমিকদের রক্তে রাজপথ রঞ্জিত হলেও নতুন সরকার নতুন বন্দোবস্তের কথা বলে শ্রম সংস্কার, শ্রমিকের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার, বকেয়া বেতন ও পাওনাদির ব্যাপারে, সব ধরনের শ্রমিকের বাধ্যতামূলক নিয়োগপত্র প্রদান ইত্যাদি উদ্যোগ গ্রহণ করেনি। সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. মছিউদদৌলা, মোহাম্মদ মুছা, রাহাতউল্লাহ জাহিদ, মো. শাহ আলম চৌধুরী, সাদেক আহম্মদ চৌধুরী, মাহাবুবুল হক চৌধুরী, জহিরউদ্দিন মাহমুদ, মো. আবু তাহের, রাসেল হোসাইন, জসিমউদ্দিন, পূর্ণ চন্দ্র দাস, নিখিল চাকমা, সাকিব। সমাবেশ পরিচালনা করেন নুরুচ্ছাফা ভুঁইয়া।
সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশন : সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশন–চট্টগ্রামের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা গত ১ মে সকালে নগরীর নূর আহমদ চৌধুরী সড়কস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে মহান মে দিবসে আত্মদানকারী সকল শ্রমিক ও সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার সদগতি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এসোসিয়েশনের সহ–সভাপতি আজগর আলী সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজল হোড়ের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠন নেতা অপু বড়ুয়া, রতন বিশ্বাস, মুকুল সিকদার, ইউনুছ মেহেদী, এস প্রকাশ পাল, প্রবীর নাথ, সঞ্জয় পাল, কনক বসাক, ফোরকান এলাহী, মো. রুস্তম, বিকাশ চৌধুরী, জয়প্রকাশ পাল, প্রদীপ দে, মো. আমিনুল ইসলাম, স্বরূপম পাল, মো. জিয়াউর রহমান প্রমুখ।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগ : মহান মে দিবস উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে আলোচনা সভা বুধবার সংগঠনের চেরাগি পাহাড় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল, যুগ্ম সম্পাদক সেলিম নুর, লায়ন আবু সালেহ, আবছার উদ্দিন অলি, শাহ্ আলম, সালমা বেগম, এড. বিবি আয়শা, রোজি চৌধুরী, এমডি রাজু, মোরশেদ আলম, আলহাজ্ব কবির মোহাম্মদ প্রমুখ।