শাপলা সাংস্কৃতিক সংঘের কার্যনির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠান

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:২৬ পূর্বাহ্ণ

বন্দর থানাধীন শাপলা সাংস্কৃতিক সংঘের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ২ মে সংগঠনের নবনির্বাচিত সভাপতি প্রিয়লাল দের সভাপতিত্বে এবং যুগ্মসাধারণ সম্পাদক স্বরূপ দত্ত রাজুর সঞ্চালনায় শপথ বাক্য পাঠ করান নির্বাচন কমিশনের আহবায়ক ও সংগঠনের উপদেষ্টা স্বরবিন্দু দে। সংগঠনের সাধারণ সম্পাদক লিংকন দে সান্টু স্বাগত বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন অনুপ কুমার দাশ, মানবেন্দ্র দে, কাজল চন্দ্র দে, বিদ্যুৎ রঞ্জন দত্ত, অশোক কুমার চৌধুরী, উজ্জ্বল দেবনাথ, তাপস কান্তি দে, সুমন শর্মা, সৈকত চৌধুরী প্রমি, প্রয়াস দে সেতু, সুদীপ্ত বর্দ্ধন প্রমুখ। সভায় সংগঠনের নতুন সদস্য ভর্তি এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলে সুন্নত ইমাম সংস্থার প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধমহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা