ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক কিছু করা যায় না

শিমলী দাশ | রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:১৬ পূর্বাহ্ণ

ত্রিশে অনেক কিছু মনে জাগে, কিন্তু বয়সটা সীমিত নয়। চল্লিশেও সংসারের সব নিয়ম থেকে নিজেকে একটু আলাদা করে ভাবতে সবার মন চাই। মনতো বয়সে বাঁধা নয়? আমরা জন্মগ্রহণ করার পর থেকে মা খালা ফুপিদের দেখে শিখেছি, নিজের মনের কোনো স্বাদ আহ্লাদ প্রকাশ করতে নেই। সেক্রিফাইস করো তাতেই তুমি সকলের প্রিয়জন, কিন্তু একটা সময়ের পর এই বাঁধা মন মানতে চায় না। একজন নারী পুরুষের সংসারের দায়িত্ব কমে যাওয়ার পর। মনে হয় অনেক তো সংসার নিয়ে ছিলাম, এবার নিজেকে আর নিজের অস্তিত্ব কে জানতে মন কি চায় না?

সত্যি চাই এমন একজন বন্ধু থাকবে যার সাথে সব কিছু শেয়ার করা যায়। বেশির ভাগ সংসারে অশান্তি হয় এসব অজানা কারণে। নিজের কিছু প্রকাশ কোনো মহিলা বা পুরুষ মনের এই ভাবনাটা প্রকাশ করতে পেরেও করে না।এমন একজন বন্ধু চাই যার সাথে আলোচনা, সমালোচনা, পছন্দ, অপছন্দ, সাংসারিক এসব নিয়ে ভাগাভাগি করা যায়। কিন্তু পরিবেশ পরিস্থিতি বেশির ভাগ মানুষের মনের দুয়ার খুলতে দেয় না। মনকে জোর করে ধরে রাখতে হয় একটা নীতিমালা দিয়ে, কিন্তু সত্যি কি পঞ্চাশ বছরের কোনো বন্ধু থাকার কোনো অধিকার নেই।

বিশ্বস্ত জন আর শারীরিক চাহিদা মনের উৎপীড়ন কি আমাদের মনের উপর নির্ভর করে। পাশ্চাত্য দেশে এসব বাঁধাধরা কোনো নিয়ম নেই। একবারও আমরা ভেবে দেখি না আমাদের অজানা অচেনা একটা অস্তিত্ব যুদ্ধ করছে নিজের সাথে। সেও অনেক কিছু উপলব্ধি করে, জাগে মনে কিন্তু হায়রে মন চুপ করে থাকা ছাড়া আর যে কোনো পথ নেই।

পূর্ববর্তী নিবন্ধস্মৃতি ডোবা নদীতীরে
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে