নগরীর চান্দগাঁওয়ের হামিদচরের কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টের ম্যানেজার রিয়াদ হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম মো. নয়ন ইসলাম। নগরীর চান্দগাঁওয়ের মোহরা এলাকার মো. আবুল কাশেমের ছেলে তিনি। গতকাল সকালে হামিদচর এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ জানায়, নগরীর চান্দগাঁও থানাধীন হামিদচর এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে স্থানীয় এক যুবকের বাকবিতণ্ডা হয়। এর জেরে গত ১৪ মার্চ একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে হামলাকারীরা তাদের এলোপাথাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ৮ কর্মচারী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেস্টুরেন্ট ম্যানেজার রিয়াদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।