পেকুয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

পেকুয়া প্রতিনিধি | রবিবার , ৪ মে, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

পাওনা টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে প্রতিপক্ষের হাতে এহসান করিম (১৯) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা রেহেনা বেগমও গুরুতর আহত হয়।

গতকাল শনিবার রাত ৮টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের টেকঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর একই ওয়ার্ডের মাঝির পাড়া এলাকার মৃত জাকের উল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন আগে টেকঘোনা এলাকার নেজাম উদ্দিনের ছেলে জুনাইদ তার বন্ধু এহসান করিমের কাছ থেকে ২ হাজার টাকা ধার নেয়। ধারের টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এহসানকে ছুরিকাঘাত করে, এতে ঘটনাস্থলে এহসানের মৃত্যু হয়।

নিহতের বড় ভাই মোঃ ইয়াসিন জানান, শনিবার রাত ৮টার দিকে এহসান করিম আমার মায়ের সাথে বারবাকিয়া নোয়াকাটা ব্রিজ এলাকা থেকে বাড়ি ফিরছিল, এসময় টেকঘোনা পাড়া এলাকায় পৌঁছলে জুনাইদসহ সঙ্গবদ্ধ কয়েকজন মিলে তাদের আক্রমণ করে, এতে জুনাইদের ছুরিকাঘাতে আমার ভাই এহসান করিম ঘটনাস্থলে নিহত। এসময় আমার মা এহসানকে বাঁচাতে আসলে তাকেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়। এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, রাজাখালী এলাকায় ছুরিকাঘাতে নিহত এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। মূলত কিসের দ্বন্ধে ছুরিকাঘাত করা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

পূর্ববর্তী নিবন্ধচাক্তাই খালে হাতবাঁধা যুবকের লাশ
পরবর্তী নিবন্ধমহেশখালী থেকে অস্ত্র যাচ্ছিল নোয়াখালী