সীতাকুণ্ডে মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ১০:৩১ অপরাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়ন এলাকায় একটি মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে।

কুমিরা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ লোকমান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঢাকামুখী একটি মালবাহী ট্রেন কুমিরা এলাকা অতিক্রমকালে হঠাৎ করে দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এরপর একই রাত ১টার দিকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আসা উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি দুটি উদ্ধার করে। মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের কারণে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিলো। তবে রাতে কোন ট্রেন চলাচলে কোন সমস্যা হয়নি।
বিকেল ৩ টার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে চট্টগ্রাম চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোঃ শহীদুল ইসলাম বলেন, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। হঠাৎ করে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় উপজেলা শ্রমিকদলের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
পরবর্তী নিবন্ধ“আইডিয়ালিস্ট স্প্রিং ফেস্ট শুরু, চলবে ৩ মে পর্যন্ত