মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এম এ আজিজ বলেছেন, বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। শ্রমজীবী মানুষের আয় দিন দিন কমে যাচ্ছে। এখনো প্রতিদিন শ্রমিক ছাঁটাই চলছে, বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। শ্রমিকের জীবনে অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নেই। পতিত হাসিনা সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে সরকারি পাট ও চিনিকলগুলো বন্ধ করে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে। তারা স্ত্রী সন্তানসহ অর্ধহারে, অনাহারে দিনাতিপাত করছে। গত ১০ বছরের বেশি সময় ধরে ন্যূনতম মজুরি ও জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হয়নি। অথচ চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের উর্ধ্বগতিতে শ্রমজীবি মানুষের জীবন ওষ্ঠাগত। তিনি গতকাল বুধবার বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ এম এ আজিজ এস্টেট প্রাঙ্গনে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক সমাবেশ সফল করার লক্ষ্যে ৩৮ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দীনের সভাপতিত্বে ও মাহবুব আলমের উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন হাজী এবাদুর রহমান, শাহানামা বাচা, আলী আহসান, আনোয়ার হোসেন জুনু, মোল্লা সরওয়ার, নুরুল আবছার, আব্দুর রহিম, মো. এসকান্দর, মো. মামুন, মো. আলাউদ্দিন, আরিফুর রহমান, হান্নান শাহ, জাহাঙ্গীর আলম, মো. মিজান, মো. আরিফ, কামাল উদ্দিন, মো. রিয়াজ প্রমুখ।