লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের নতুন কমিটি গঠন

| বৃহস্পতিবার , ১ মে, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের নতুন কমিটি গঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল নগরীর একটি রেস্টেুরেন্টে ক্লাবের মাসিক সভায় সেবাবর্ষ ২০২৫২০২৬এর জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। জোন চেয়ারপার্সন লায়ন অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন মো. আলিম উল্লাহ মুরাদ, সিনিয়র সহ সভাপতি লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, সহ সভাপতি লায়ন গাজী মো. সুজা উদ্দিন, সাধারণ সম্পাদক লায়ন মু. আবুল হাসনাত, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক লায়ন মো. নাজিমুজ্জামান রাশেদ, অর্থ সম্পাদক লায়ন মোহাম্মদ নুর খান, মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার কামরুদ্দোজা, সার্ভিস চেয়ারপার্সন লায়ন কামাল উদ্দিন ভূঁইয়া, কমিউনিকেশন চেয়ারপার্সন লিও লায়ন আরাফাত ইলাহি, আন্তর্জাতিক সম্পাদক লায়ন মো. আলিম উদ্দিন, লিও ক্লাব অ্যাডভাইজার লায়ন এবিএম রাসেল চৌধুরী ও কোএডভাইজার লায়ন রেহান উদ্দিন। এর আগে অনুষ্ঠিত হয় লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ডের সভা। এতে প্রধান অতিথি ছিলেন, লায়ন্স জেলা ৩১৫বি৪এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. গিয়াস উদ্দিন। প্রধান বক্তা ছিলেন, জোন চেয়ারপার্সন লায়ন অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু। ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. নাসির উদ্দিন মানিকের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি লায়ন মো. নাজিমুজ্জামান রাশেদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, লায়ন কামাল উদ্দিন ভূঁইয়া, লায়ন বেলাল হোসেন, ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার মো. কামরুদ্দোজা, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন আলিম উল্লাহ মুরাদ, লায়ন মফিজুর রহমান সাজ্জাদ, ক্লাব সেক্রেটারি লায়ন রাসেল চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি লায়ন মু. আবুল হাসনাত, ক্লাব ট্রেজারার লায়ন মো. নুর খান, লায়ন গাজী মো. সুজা উদ্দিন, লায়ন শেখ ফরিদুল ইসলাম, লায়ন মো. আলিম উদ্দিন, লায়ন মো. সালা উদ্দিন, লায়ন মো. রেহান উদ্দিন, লিও লায়ন আরাফাত ইলাহি, লিও ক্লাব ডাইরেক্টর লিও জিয়াউল হক আরিফ, লিও ভাইস প্রেসিডেন্ট লিও ইমতিয়াক বিন ইমাম, জয়েন্ট সেক্রেটারি লিও ইয়াছিন ও ট্রেজারার লিও আফজাল। শেষে ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রনাথ পাহাড়ে অজ্ঞাত লাশ
পরবর্তী নিবন্ধনোয়াপাড়ায় ব্যক্তিগত উদ্যোগে ৪ কিলোমিটার রাস্তা উন্নয়ন